Skip to content Skip to sidebar Skip to footer

আগে ব্যাট করে বাংলা টাইগার্সের লড়াকু সংগ্রহ

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলা টাইগার্সকে ব্যাট করতে পাঠান ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শেন ওয়াটসন।

বাংলা টাইগার্সের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশো। বাংলা টাইগার্সের হয়ে নিজের প্রথম ম্যাচ রাঙাতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ২য় ওভারে মিগেল প্রিটোরিয়াসের বলে বেন কাটিংকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪ বলে করেন কেবল ২ রান।

২য় উইকেটে দ্রুততম সময়ে ৩৭ রান যোগ করেন রাইলি রুশো ও কলিন ইনগ্রাম (১৬ বল)। ১২ বলে ২ টি করে চার ও ছয়ে ২৬ রান করে আউট হন রাইলি রুশো। রুশো আউট হবার পর রানের গতি বাড়ানোর কাজ চালিয়ে যেতে থাকেন কলিন ইনগ্রাম। ২১ বলে ৪ ছয়ে ৩৭ রান করে আউট হন তিনি।

ইনগ্রাম ফেরার পর অধিনায়ক থিসারা পেরেরা আউট হন দ্রুত। ৩ বল খেলে সমানসংখ্যক রান করেন তিনি। এরপর টম মুরসের ১১ বলে ১৫ ও রবি ফ্রাইলিঙ্কের ৭ বলে ১২* রানের কল্যাণে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করতে পারে বাংলা টাইগার্স। ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড ভিসা।

© All Rights Reserved | 2024 | Bangla Tigers