প্রথমবারের মতো টি টেন লিগে অংশ নিচ্ছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। টুর্নামেন্টে প্রথমবার এসে আলোচনার অংশ হয়ে দাঁড়িয়েছে দলটি। এরইমধ্যে সমর্থকদের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে তারা। বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানাধীন হওয়ায় আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সমর্থন পাবে দলটি। সেজন্য তাদের যাতায়াতের সুবিধার জন্য প্রতি ম্যাচে ৬০ টি বাসের ব্যবস্থা করছে তারা। আগামী ১৫ নভেম্বর আসরটি শুরু হবে।
এক টুইট বার্তায় বাংলা টাইগার্সের পক্ষ থেকে বলা হয়, ‘টাইগার সমর্থকদের জন্য সুখবর। আরব আমিরাতের বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়ামে আসার জন্য বাংলা টাইগার্স ৬০টি বাসের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।’