Skip to content Skip to sidebar Skip to footer

রাসেল-সামিদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলা টাইগার্স

আবুধাবি টি-১০ লিগে নিজেদের পঞ্চম ম্যাচে আন্দ্রে রাসেল-ড্যারেন সামির নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলা টাইগার্স। টানা দুই জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে, লিগে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির এটি তৃতীয় জয়।

১০৩ রানের জয়ের লক্ষ্যে নেমে শুরুটা বাংলা টাইগার্সের চাইতেও ভালো করে নর্দান ওয়ারিয়র্স। পাওয়ার প্লের তিন ওভারেই স্কোরবোর্ডে যোগ করে ৩২ রান যেখানে বাংলা টাইগার্স করতে পেরেছিল ২৬ রান। ১০ রানের ব্যবধানে দুই ওপেনার লেন্ডল সিমন্স (১৫) ও নিকোলাস পুরান (৮) ফিরে গেলে রানের গতি থেমে যায় নর্দান ওয়ারিয়র্সের। ক্রিজে থাকা আন্দ্রে রাসেল যেন শুরুতে ব্যাটিংই ভুলে গিয়েছেন, প্রথম ১৭ বল খেলে রান মাত্র ১৪।

যদিও এরপর ৭ বলেই তোলেন ২৭ রান, থিসারা পেরেরার বলে আউট হওয়ার আগে ২৫ বলে ৩ চার ৩ ছক্কায় করেন ৪১ রান। অ্যাশলে গুনারত্নেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি, ফিরেছেন ১০ বলে ১০ রান করে, ব্যর্থ হয়েছেন কাপ্তান ড্যারেন সামিও (১)। শেষদিকে ৫ বলে ১৩ রান করে যা একটু চেষ্টা করেছেন স্যাম বিলিংস কিন্তু ডেভিড ওয়াইসের তোপে নর্দান ওয়ারিয়র্সকে থামতে হয় ৬ উইকেটে ৯৬ রানে। বাংলা টাইগার্সের ডেভিড ওয়াইস একাই তুলে নেন তিন উইকেট, একটি করে শিকার রবি ফ্রাইলিঙ্ক, কায়েস আহমেদ ও থিসারা পেরেরার।

বাংলা টাইগার্সের প্রতি ম্যাচেই ব্যাটিং চিত্র যেন একই রকম! টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশোর ব্যাটে আজও পায় ভালো শুরু। ৪.৪ ওভার স্থায়ী জুটিতে রান আসে ৪৬। ১৫ বলে ৩ চারে ২১ রান করে রুশো ফিরে গেলে ভাঙে জুটি, ১ রানের ব্যবধানে ফিরে যান আন্দ্রে ফ্লেচারও। ১৫ বলে ২ চার ১ ছক্কায় ২২ রান করে ফেরেন স্বদেশী রায়াদ এমরিটের বলে আউট হন ফ্লেচার।

এরপর আবারও বাংলা টাইগার্সের ব্যাটিং বিপর্যয়। ৬৪ রান তুলতেই হারায় ৬ উইকেট, ইনিংসের শেষ ৭.৪ ওভার! বাকি ১৪ বলে লিয়াম প্লাঙ্কেটকে নিয়ে ৩৮ রানের জুটিতে দলের ১০০ পার করান রবি ফ্রাইলিঙ্ক। জুটিতে প্লাঙ্কেটের অবদান ২ বলে ২, ১২ বলে ৪ চার ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন ফ্রাইলিঙ্ক। বাংলা টাইগার্স থামে ৬ উইকেটে ১০২ রানে। নর্দান ওয়ারিয়র্সের হয়ে দুটি উইকেট নেন রায়াদ এমরিট, একটি করে শিকার নুয়ান প্রদীপ, জুনায়েদ সিদ্দিক ও ক্রিস উডের।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলা টাইগার্স ১০২/৬ (১০ ওভার)
রুশো ২১, ফ্লেচার ২২, ইনগ্রাম ২, মুরেস ০, থিসারা পেরেরা ৩, ডেভিড ওয়াইস ৯, ফ্রাইলিঙ্ক ৩৬*, প্লাঙ্কেট ২* ; ক্রিস গ্রিন ১৪/০, প্রদীপ ১৮/০, এমরিট ১৬/২, ক্রিস উড ২৫/১, জুনায়েদ ২৬/১

নর্দান ওয়ারিয়র্স ৯৬/৬ (১০ ওভার)
সিমন্স ১৫, পুরান ৮, আন্দ্রে রাসেল ৪১, গুনারত্নে ১০, সামি ১, বিলিংস ১৩*, গ্রিন ০, এমরিট ০* ;ফ্রাইলিঙ্ক ৩০/১, ডেবিড ওয়াইস ১৪/৩, প্লাঙ্কেট ১১/০, কায়েস ১৩/১, থিসারা পেরেরা ২৩/১

ফলঃ বাংলা টাইগার্স ৬ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ ডেভিড ওয়াইস(বাংলা টাইগার্স)।

© All Rights Reserved | 2025 | Bangla Tigers