Skip to content Skip to sidebar Skip to footer

বাংলা টাইগার্সে তারুণ্য ও তারার মেলা

আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসরকে সামনে রেখে দল গঠন সম্পন্ন করেছে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। দুই বাংলাদেশি ক্রিকেটারসহ তারুণ্য ও তারকা ক্রিকেটারদের নিয়ে এবারের দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইকন ক্রিকেটার ইসুরু উদানা, জনসন চার্লস, চিরাগ সুরি, কাইস আহমেদ, থমাস মুরে, ডেভিড ভিসা ও আন্দ্রে ফ্লেচারকে ড্রাফটের আগেই দলে টেনেছিল বাংলা টাইগার্স, কেউ কেউ খেলেছেন আগের আসরেও। ড্রাফট থেকে দলে ভেড়ানো হয়েছে বাংলাদেশের আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসানকে, যারা টি-টোয়েন্টি ক্রিকেটে ইতোমধ্যে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন।

এছাড়া ড্রাফট থেকে দল পেয়েছেন তারকা স্পিনার মুজিব উর রহমান। আফগান এই ক্রিকেটার ছাড়াও আরও আছেন মোহাম্মদ ইরফান, নূর আহমেদের মত পরিচিত ক্রিকেটার। গত আসরে ৭ জন বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। কিন্তু এক ফরহাদ রেজা ছাড়া কেউই খেলার জন্য এনওসি পাননি। এবার ড্রাফট থেকে দুই বাংলাদেশিকে দলে নিয়েছে তারা।

টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে বাংলা টাইগার্সের প্রধান কোচের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কাকে ২০১৪ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো পল ফারব্রেস, যিনি ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের সহকারী কোচ ছিলেন তিনি।

প্রসঙ্গত, আবুধাবি টি-টেন লিগ শুরু হবে আগামী ২৮ জানুয়ারি।

একনজরে বাংলা টাইগার্স স্কোয়াড

ইসুরু উদানা, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মুজিব-উর-রহমান।

News Source – BD CRICTIME.COM

© All Rights Reserved | 2025 | Bangla Tigers