আবুধাবির টি-টেন লিগে বাংলা টাইগার্স বাংলাদেশি মালিকানা পাওয়ায় সেখানে কাজ করার প্রস্তাব পান বাংলাদেশ দলের সাবেক তিন ক্রিকেটার আফতাব আহমেদ, নাফিস ইকবাল ও নাজিমউদ্দিন। বিদেশের মাটিতে গুরুদায়িত্ব নিয়ে নিজেদের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে দলকে তৃতীয় স্থান অর্জন করিয়েছিলেন তারা। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতা এবার ভাগাভাগি করেছেন বিডিক্রিকটাইম এর সাথে।
থিসারা পেরেরা, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, লিয়াম প্লাঙ্কেট, রবি ফ্রাইলিঙ্ক- আন্তর্জাতিক তারকায় ভরপুর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আফতাব। এছাড়া নাজিমউদ্দিন সহকারী কোচ ও নাফিস ইকবাল ম্যানেজারের ভুমিকায় ছিলেন। বড় বড় ক্রিকেটারদের কীভাবে সামলেছেন তিন বন্ধু? আফতাব জানান, কোচ হয়েও তিনি এই আসর থেকে শিখে এসেছেন। বিদেশি খেলোয়াড়দের পেশাদারিত্ব রীতিমত মুগ্ধ করেছে তাকে। তিনি বলেন, ‘কোচ হিসেবে বাইরের খেলোয়াড়দের নিয়ে জানার খুব ইচ্ছা ছিল। ওদের কোচিং করানোর অভিজ্ঞতা কেমন, বা ওদের কাছ থেকে কী শেখা যায় এই ভাবনা নিয়ে বাংলা টাইগার্সে যোগ দেই।’ আফতাব মনে করেন, বাংলাদেশের ক্রিকেটারদের চেয়েও বিদেশি ক্রিকেটারদের সাথে কাজ করা সহজ। তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা খুব পেশাদার। আমি বলব, বাংলাদেশি ক্রিকেটারদের চেয়ে ওদের সামলানো অনেক সহজ। টিম মিটিংয়ে যে পরিকল্পনা করতাম ঠিক ঐ অনুযায়ী কাজ করত। যে পরিকল্পনা করা হবে আমাকে যেকোনো মূল্যে সেই অনুযায়ী কাজ করতে হবে- এই ব্যাপারটা ওখানে শিখেছি।’
টি-টেন লিগের তৃতীয় সংস্করণে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শুধু ফরহাদ রেজাই ছিলেন বাংলা টাইগার্সে, যিনি শুরুর দিকে একাদশে জায়গাও পাচ্ছিলেন না। দলে তাই বিদেশি ক্রিকেটাররাই প্রাধান্য পেয়েছেন। বিদেশিদের ক্রিকেটারদের পেশাদারিত্বের প্রশংসা করলেন নাফিস ইকবালও।
বিস্তারিতঃ BD CRICTIME.COM