Skip to content Skip to sidebar Skip to footer

বাংলা টাইগার্সের দায়িত্ব নিলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার

আবুধাবি টি-টেন লিগে গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। যদিও আন্তর্জাতিক সূচির ব্যস্ততার কারণে তারকা টাইগার ক্রিকেটাররা সেবার খেলতে পারেননি। সামনের আসরে বাংলাদেশের বড় তারকাদের দেখা যেতে পারে।

করোনার কারণে আপাতত ক্রিকেট বন্ধ থাকলেও দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলা টাইগার্স টিম ম্যানেজম্যান্ট। দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ও বর্তমানে আফগানিস্তানের হেড কোচ ল্যান্স ক্লুজনারকে।

ক্লুজনার দক্ষিণ আফ্রিকার হয়ে ২২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫ হাজার ৪৮২ রানের সঙ্গে ২৭২টি উইকেট নিয়েছেন। সাবেক এই অলরাউন্ডার গত বছর আফগানিস্তানের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন। ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে দলের সঙ্গে।

এমন হাই প্রোফাইলের একজনকে টিম ডিরেক্টর হিসেবে পেয়ে খুশি বাংলা টাইগার্স কর্তৃপক্ষ। বাংলা টাইগার্স এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ‘টুর্নামেন্টের এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স। এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার। তার বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিকনির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।’

গতবার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে এনামুল হক, আবু হায়দার রনি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলী, মেহেদী হাসান আর আরাফাত সানি বাংলা টাইগার্সে ডাক পেয়েছিলেন। বিদেশিদের মধ্যে ছিলেন থিসারা পেরেরা, সিহান জয়াসুরিয়া, রবি ফ্রাইলিঙ্ক লিয়াম প্লাঙ্কেট, হাসান আলি, টম মরিস, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, জেমস ফকনারের মতো তারকারা।

আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা টি-টেন লিগের চতুর্থ আসর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। করোনা বাধা তৈরি না করলে সামনের আসরটি বেশ জমজমাটই হবে।

আরও দেখুন – JagoNews24

© All Rights Reserved | 2025 | Bangla Tigers