Skip to content Skip to sidebar Skip to footer

বাংলা টাইগার্সের কোচিং প্যানেলে ল, নিক্সন, টেইট

আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের আগামী আসরের কোচিং লাইনআপ চূড়ান্ত হয়েছে। এবার দলটির কোচিংয়ে থাকছেন তিন হেভিওয়েট ক্রিকেট ব্যক্তিত্ব। 

সোমবার (২৮ জুন) আগামী আসরের জন্য দলের তিন কোচের নাম ঘোষণা করে বাংলা টাইগার্স। প্রধান কোচ হিসেবে এবার দলটির সাথে থাকছেন স্টুয়ার্ট ল। এছাড়া ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইট দায়িত্ব পালন করবেন।

এদের মধ্যে দুইজন কাজ করেছেন বাংলাদেশের ক্রিকেটেও। জেমি সিডন্স চলে যাওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচের আসনে বসেছিলেন স্টুয়ার্ট ল। পল নিক্সন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোচিং করিয়েছিলেন।

আবুধাবি টি-টেন লিগের চারটি সংস্করণ এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে। চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের শুরুতে পঞ্চম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে।

Read More

© All Rights Reserved | 2025 | Bangla Tigers