আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। আসরে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটারের মর্যাদা পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব।
এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার- মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মুক্তার আলী, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান। বাংলাদেশি ক্রিকেটারদের কারণে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ বেড়েছে আবুধাবি টি-টেন লিগ নিয়ে। দুই তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান খেলবেন বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের হয়ে।
এদের মধ্যে আফিফ খেলবেন আইকন ক্রিকেটার হিসেবে। এর আগে শ্রীলঙ্কান ক্রিকেটার ইসুরু উদানাকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করলেও আসরে অংশ নেওয়া হচ্ছে না উদানার। তাই আফিফকেই এবারের আসরের আইকন ক্রিকেটারের মর্যাদা দেওয়া হচ্ছে।
আফিফ-মেহেদীর দলের অন্যান্যরা হলেন জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, টম মুরস, কায়েস আহমেদ, ডেভিড ভিজা, চিরাগ সুরি, মোহাম্মদ ইরফান, অ্যাডাম হোজ, করিম জানাত, আরিয়ান লাকরা, নূর আহমেদ, ফজল হক ফারুকী ও মুজিব-উর-রহমান।
মোট আটটি দল অংশ নিতে যাচ্ছে এবারের টুর্নামেন্টে। বাংলা টাইগার্স ছাড়া বাকি দলগুলো হল দিল্লী বুলস, কালান্ডার্স, ডেকান গ্ল্যাডিয়েটরস, কর্ণাটক টাস্কার্স, টিম আবু ধাবি, মারাঠা অ্যারাবিয়ান্স এবং নর্দার্ন ওয়ারিয়র্স।
আগামী ২৮ জানুয়ারি শুরু হবে আবুধাবি টি-টেন লিগের এবারের আসর। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনার কারণে আসরের সময়সূচি একটু পিছিয়েছে। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এবারো গত বছরের মত ১০ দিনে টুর্নামেন্ট সম্পন্ন হবে।
News Source – BD CRICTIME.COM