Skip to content Skip to sidebar Skip to footer

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দুবাইতে হবে ক্রিকেট টুর্নামেন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনও স্মরণীয় কিছু করার কর্মসুচি হাতে নিয়েছে। এবারে বঙ্গবন্ধুর নামে হচ্ছে বিপিএল। দেশের বাইরেও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিচ্ছে বিভিন্ন দেশের দূতাবাস গুলো। যেমন সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করার কথা জানিয়েছে সে দেশে বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তারা। গতকাল আবুধাবী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলা টাইগার্সের কর্মকর্তারা দূতাবাসের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করতে গেলে দুতাবাস কর্মকর্তারা বলেন ২০২০ সালে আরব আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবন্ধু ক্রিকেট লিগ আয়োজন করা হবে। আর এই টুর্নামেন্ট সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু করার কথাও জানান দূতাবাস কর্মকর্তারা।

এদিকে আগামী ১৪ নভেম্বর থেকে আবুধাবীতে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। এটি এই টুর্নামেন্টে দ্বিতীয় আসর। আর এবারের আসরে প্রথমবারের মত অংশ নিচ্ছে চট্টগ্রামের একটি দল। যার নাম বাংলা টাইগার্স। দলটির ওনার ইয়াসিন চৌধুরী এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের প্রতি প্রবাসী বাঙ্গালীদের সমর্থন কামনা করেন। জবাবে দূতাবাস কর্তারা বলেন বাংলা টাইগার্স হচ্ছে বাংলাদেশের দল। আর এ দেশে বসবাস করা বিশাল বাঙ্গালীর দলও এখন বাংলা টাইগার্স। কাজেই এই দলটির প্রতি সবার সমর্থন থাকবে। ইয়াসিন চৌধুরী বাংলা টাইগার্সকে সমর্থন জানানোর জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি জানান টুর্নামেন্ট চলাকালে আরব আমিরাতের বিভিন্ন এলাকা থেকে বাংলা টাইগার্স সমর্থকদের আনা নেওয়ার জণ্য ৬০ টি বাস থাকবে। প্রতিদিন তিন হাজার টিকিট দেওয়া হবে। সে সাথে সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থাও করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আমরা চাই শেখ জায়েদ স্টেডিয়ামের ২১ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারী যেন লাল সবুজ পতাকাবাহিদের দখলে থাকে। যাতে বাংলাদেশের একটি দল যে এই টুর্নামেন্টে খেলছে সেটা যেন সবাই অনুধাবন করতে পারে। দূতাবাস কর্মকর্তারা জানান তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেণ আরব আমিরাতে বাংলাদেশ দুতাবাসের কনস্যুলেট জেনারেল ইকবাল হোসেন, ডেপুটি কনস্যুলেট জেনারেল শাহেদুল ইসলাম, লায়ন নজরুল ইসলাম, হাজি শফিকুল ইসলাম সহ বাংলাদেশ দুতাবাস এবং বাংলা টাইগার্সের কর্মকতাবৃন্দ।

© All Rights Reserved | 2024 | Bangla Tigers