আবুধাবি ভিত্তিক টি-১০ লিগ দিয়ে প্রথমবারের মত বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করেছে বাংলাদেশি মালিকানার দল। “বাংলা টাইগার্স” নামে দলটির মালিক পক্ষ দুবাইতে বসবাসরত বাংলাদেশি দর্শকদের ক্রিকেট উন্মাদনাকে গুরুত্ব দিয়েই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন জানিয়েছে আগেই। বাংলা টাইগার্সের খেলার দিন ব্যবস্থা করা হচ্ছে প্রায় ৬০ টি বাস, যাতে ভক্তরা মাঠে আসতে পারে নির্বিঘ্নে।
মূলত এর আগে বাংলাদেশি কোন দল না থাকায় ওখানকার প্রবাসী বাংলাদেশিরা টি-১০ নিয়ে বেশি কিছু জানতনা। এ কারণে ক্যাম্পেইন ও নানা আয়োজনের মাধ্যমে প্রবাসীদের বাংলা টাইগার্স সম্পর্কে অবগত করার কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে মালিক পক্ষ। সাম্প্রতি দুবাইতে এ সংক্রান্ত একটি ‘কমিউনিটি আউটরিচ’ প্রোগ্রামও অনুষ্ঠিত হয়।
যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ৭ থেকে ৯ নভেম্বর আনজাম, দুবাই ও আবুধাবিতে তিনটি রোড শো আয়োজনের। ১৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, মিডিয়া ও মালিক পক্ষের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বাংলা টাইগার্সের জার্সি উন্মোচন। টি-১০ লিগে বাংলাদেশি দল আছে জানতে পেরে প্রবাসীদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উন্মাদনা জানান দলটির অংশীদার ইয়াসিন চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশি দল আছে জানতে পেরে এখানকার প্রবাসী কমিউনিটির সদস্যরা ইচ্ছে প্রকাশ করেছেন মাঠে এসে আমাদের সমর্থন দেওয়ার এবং খেলা উপভোগ করার। তাদের আগ্রহ দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি ম্যাচের দিন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থান থেকে ৬০ টি বাস দেওয়ার যাতে তারা আমাদের সমর্থন জোগাতে পারে এবং আনন্দিত হয়। প্রয়োজন হলে আমরা আরও বাস দিতেও প্রস্তুত।’
সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা ১ মিলিয়ন বাংলাদেশির প্রত্যেকেই বাংলা টাইগার্সের মালিক উল্লেখ করে ইয়াসিন চৌধুরী যোগ করেন, ‘বাংলা টাইগার্সের মালিক শুধু আমরা না, প্রতিটি বাংলাদেশিই এর মালিক। মালিক পক্ষ হিসেবে তাই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রতিটি বাংলাদেশিরই বাড়তি দায়িত্ব আছে আমাদের যাত্রা সাফল্যমন্ডিত করতে।’