ব্যাট হাতে আন্দ্রে ফ্লেচার-রাইলি রুশো ঝড়ের পর বল হাতে কায়েস আহমেদ-থিসারা পেরেরার দুর্দান্ত পারফরম্যান্সে টি-১০ লিগের সুপার লিগ পর্ব ২৭ রানের জয় দিয়ে শুরু করে বাংলা টাইগার্স। টাইগার্সের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করা টিম আবুধাবি থামে ১০২ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করে টিম আবুধাবি, ৫.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলে ফেলে ৬৫ রান। ওপেনার আভিষ্কা ফার্নান্দো পান ফিফটির দেখাও। ২১ বলে ৬ ছক্কায় খেলেন ৫১ রানের ইনিংস, আরেক ওপেনার লুক রাইটের ব্যাট থেকে আসে ১০ বলে ২০ রান।
কিন্তু দুজনের বিদায়ের পর দাঁড়াতে পারেনি আর কোন ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে করতে পারে ১০২ রান। ২ ওভারে মাত্র ৮ রান খরচায় তিন উইকেট তুলে নেন আফগান লেগ স্পিনার কায়েস আহমেদ। ২ ওভারে ২১ রান খরচায় থিসারা পেরেরার শিকার দুটি, ডেভিড ভিসার একটি।
এর আগে আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশোর ব্যাটে চড়ে বড় সংগ্রহ পায় বাংলা টাইগার্স। প্রথম পর্বে বাংলা টাইগার্সের একমাত্র জয়ে বড় অবদান ছিল ফ্লেচারের। ১৬ বলে ২ চার ৫ ছক্কায় ৪২ রান করে আজও এনে দেন উড়ন্ত সূচনা। ৪৫ রানের উদ্বোধনী জুটির ৪২ রানই আসে ফ্লেচারের ব্যাটে।
ফ্লেচারের বিদায়ের পর ঝড় তোলেন রাইলি রুশো, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৪ চার ২ ছক্কায় ৪৪ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে কলিন ইনগ্রামকে নিয়ে যোগ করেন ৫৩ রান। ১৪ বলে ২৩ রান করেন ইনগ্রাম,শেষদিকে ৮ বলে ১২ রান আসে ফ্রাইলিঙ্কের ব্যাট থেকে। বাংলা টাইগার্স থামে ৩ উইকেটে ১২৯ রানে। দুটি উইকেট নেন টিম আবুধাবির লাফলিন, একটি শিকার ল্যাঙ্গের।
ম্যাচসেরার পুরষ্কার জেতেন আন্দ্রে ফ্লেচার।