আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলা টাইগার্সকে ব্যাট করতে পাঠান ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক শেন ওয়াটসন।
বাংলা টাইগার্সের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন আন্দ্রে ফ্লেচার ও রাইলি রুশো। বাংলা টাইগার্সের হয়ে নিজের প্রথম ম্যাচ রাঙাতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ২য় ওভারে মিগেল প্রিটোরিয়াসের বলে বেন কাটিংকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪ বলে করেন কেবল ২ রান।
২য় উইকেটে দ্রুততম সময়ে ৩৭ রান যোগ করেন রাইলি রুশো ও কলিন ইনগ্রাম (১৬ বল)। ১২ বলে ২ টি করে চার ও ছয়ে ২৬ রান করে আউট হন রাইলি রুশো। রুশো আউট হবার পর রানের গতি বাড়ানোর কাজ চালিয়ে যেতে থাকেন কলিন ইনগ্রাম। ২১ বলে ৪ ছয়ে ৩৭ রান করে আউট হন তিনি।
ইনগ্রাম ফেরার পর অধিনায়ক থিসারা পেরেরা আউট হন দ্রুত। ৩ বল খেলে সমানসংখ্যক রান করেন তিনি। এরপর টম মুরসের ১১ বলে ১৫ ও রবি ফ্রাইলিঙ্কের ৭ বলে ১২* রানের কল্যাণে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান করতে পারে বাংলা টাইগার্স। ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন ডেভিড ভিসা।