বিশ্বজুড়ে ক্রীড়ানুরাগীদের জন্য মানস্পন্ন স্পোর্টস কভারেজ এবং অত্যাধুনিক প্রযুক্তিগত ক্রীড়া বিশ্লেষণে অঙ্গীকারবদ্ধ “পারিম্যাচ নিউজ” আজ আবুধাবি T10 লীগের একমাত্র বাংলাদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট টিম “বাংলা টাইগার্সে”র সাথে এক বছরের টাইটেল স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির শর্ত অনুসারে, আসন্ন মৌসুমে টাইগাররা তাদের জার্সির সামনের অংশে পারিম্যাচের লোগো ব্যাবহার করবে।
এবারের ‘আইকন’ সাকিব আল হাসানের নেতৃত্বে পাকিস্তানী গ্রেট মোহাম্মদ আমিরের বিধ্বংসী বাহাতি পেস এবং এভিন লুইস, কলিন মুনরো এবং হজরতুল্লাহ জাজাইয়ের বিস্ফোরক ব্যাটিং দেখানোর অপেক্ষায় বাংলা টাইগার্স! প্রতিযোগিতার অন্যতম ফেভারেট টাইগার্সের রয়েছে টুর্ণামেন্টের বৃহত্তম ফ্যানবেজ!
চুক্তি স্বাক্ষরের পর বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজির মালিক জনাব মোহাম্মদ ইয়াছিন চৌধূরী বলেন, ” পারিম্যাচ নিউজ বিশ্বজুড়ে, বিশেষত ইউরোপ আর ল্যাটিন আমেরিকায় ক্রিকেট কে জনপ্রিয় করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এবং গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে, তাই বাংলা টাইগার্সের অগ্রযাত্রায় সহযোগী হিসাবে পারিম্যাচ নিউজ কে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং সন্মানিত বোধ করছি।
পারিম্যাচ স্পোর্টসের সিসিও দিমিত্রি বেলিয়ানিন বলেন “আমরা লক্ষ্য করেছি কিভাবে টি-টোয়েন্টি ক্রিকেট নতুন নতুন দর্শকদের আকৃস্ট করেছে! আমার বিশ্বাস, T10 ও সারা বিশ্বে একই রকম প্রভাব ফেলবে। এই কারণেই আবুধাবি T10 লিগের সাথে যুক্ত হওয়া প্যারিম্যাচ নিউজের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার, বিশেষ করে যেহেতু আমাদের মূল লক্ষ্য হল ইউরোপের মতো ভার্জিন টেরিটরি গুলো তে খেলাটিকে আরো জনপ্রিয় করা। ব্যক্তিগতভাবে, আমি বাংলা টাইগার্স, বিশেষ করে লিজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোহাম্মদ আমিরকে “অ্যাকশনে” দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
PMI মুলত আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বাজারে “পারিম্যাচ ব্র্যান্ড”র বিকাশে বানিজ্যিক অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে। এটি আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বাজারে প্যারিম্যাচ ব্র্যান্ডের সম্প্রসারণ কৌশলের উন্নয়ন ও বাস্তবায়নে নিযুক্ত একটি পরিষেবা সংস্থা। PMI সংশ্লিষ্ট শিল্পে অংশীদারদের জন্য যোগাযোগ, বিপণন এবং প্রযুক্তিগত পরিষেবা প্রদান করে।