Skip to content Skip to sidebar Skip to footer

বাংলা টাইগার্সের লোগো উন্মোচন, দলে থাকছেন ফ্লেচারও

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজি এফএমসি গ্রুপের স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক খাতুন জান্নাত এবং  বাংলাদেশ  ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও দলের কো-চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

এ সময় নাছিরউদ্দিন বলেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট লিগে আমাদের কোনো দল যাচ্ছে। সেজন্য এফএমসি গ্রুপকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দল দেখে গর্ব বোধ করবে।’

এদিকে বাংলা টাইগার্সে বিদেশি ক্রিকেটারদের ভিড়ে যুক্ত হচ্ছেন ক্যারিবীয় টপ অর্ডার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটসম্যান টি-টেন লিগের তৃতীয় সংস্করণে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন।  জাতীয় দলের জার্সি গায়ে ২৫টি ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ফ্লেচারের।

টি-টেন লিগের তৃতীয় সংস্করণ মাঠে গড়াবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে। এর আগে ১৬ অক্টোবর আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে তার আগেই দলগুলো নিজেদের পছন্দ অনুযায়ী কিছু খেলোয়াড়কে দলভুক্ত করার সুযোগ পাচ্ছে।

সেই সুযোগ কাজে লাগিয়েই বাংলা টাইগার্স দলে ভিড়িয়েছে ফ্লেচারকে। দলটির আইকন ক্রিকেটারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও রয়েছেন রবি ফ্রাইলিঙ্ক, কলিন ইনগ্রাম ও কলিন ডি গ্র্যান্ডহোম।

দলটিতে ৬-৭ জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পাবেন। এছাড়া নিতে হবে আরব আমিরাতের অন্তত ২ জন ক্রিকেটারকেও। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, ফরহাদ রেজা, আরিফুল হক, আরাফাত সানি এবং ইয়াসির আলী রাব্বীর অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত সূত্র।

বাংলা টাইগার্সের কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। তার সহকারীর ভুমিকায় থাকবেন আরেক সাবেক নাজিমউদ্দিন। এছাড়া জাতীয় দলে খেলা নাফিস ইকবাল থাকবেন ম্যানেজারের ভূমিকায়। ফ্র্যাঞ্চাইজির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে টি-টেন লিগ চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

 

সূত্র    https://bn.bdcrictime.com/

 

 

 

 

© All Rights Reserved | 2025 | Bangla Tigers