আগামী ১৯ শে নভেম্বরে ২০২১ আবুধাবিতে অনুষ্ঠীতব্য আইসিসি অনুমোদিত বিশ্বের প্রথম এবং একমাত্র টি১০ টেন টুর্ণামেন্টের ৫ম মৌসুমে অংশ নিতে যাওয়া বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজির মালিক জনাব মোহাম্মদ ইয়াছিন চৌধূরী আজ মূল কোচ, বোলিং কোচ এবং ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসাবে যথাক্রমে স্টুয়ার্ট ল’, শন টেইট এবং পল নিক্সনের নাম ঘোষনা করেছেন ।
চুক্তি স্বাক্ষরের পর মুল কোচ স্টুয়ার্ট ল বলেন, আমি আগে থেকেই এই উপমহাদেশে অনুষ্ঠিত কোন ফ্রাইঞ্চাইজি টুর্ণামেন্টের অংশ হতে চেয়েছিলাম, এখানে গ্রেট দের সাথে কাজ করতে এবং তাদের কাছ থেকে শিখতে আমি সত্যিই মুখিয়ে আছি ।
বাংলা টাইগার্স ম্যানেজম্যান্ট ও স্টুয়ার্ট ল কে পেয়ে উচ্ছাসিত, ফ্রাইঞ্চাইজি মালিক জনাব মোহাম্মদ ইয়াছিন চৌধূরী বলেন, স্টুয়ার্ট ল একজন অভিজ্ঞ, আন্তরিক, নিবেদিত প্রান এবং অনুপ্রেরণাদায়ক কোচ যিনি দল কে এক সূতোয় বাধতে পারেন, লড়াইয়ের চেতনায় যিনি সামনে থেকে নেতৃত্ব দিতে সক্ষম এবং যে কোন পরিস্থিতিতে ড্রেসিং রুমে ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সক্ষম । যদ্দুর মনে পড়ে, দেশের মাটিতে অনুষ্ঠেয় ২০১১ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ডেই ঝরে পড়ার পর বিসিবি স্টুয়ার্ট ল কে মূল কোচ হিসাবে নিয়োগ দেয় । দায়িত্ব পেয়েই তিনি ড্রেসিং রুম থেকে খেলোয়াড়দের হতাশা ঝেটিয়ে বিদায় করেন এবং স্বল্পকালীন সময়েই তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য এনে দেন । তার কোচিংয়েই বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনাল উঠে, কিন্তু অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে ও সেই ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্ভাগ্যক্রমে মাত্র ২ রানে হেরে যায় বাংলাদেশ। হারলেও সে ফাইনাল সমর্থকদের মন জিতে নিয়েছিল । হার-জিত ছাপিয়ে, আমরা এরকম দুর্দান্ত ক্রিকেট উপহার দিতে চাই, এ জন্যই তাকে আমাদের প্রয়োজন । স্টুয়ার্ট একজন দুর্দান্ত গেম চেঞ্জার, চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে তিনিই আমাদের জন্য আদর্শ কোচ ।
বাংলা টাইগার্সের টিম কো অর্ডিনেটর জনাব জাফির ইয়াছিন চৌধূরী বলেন, চ্যাম্পিয়ন হবার জন্য একজন চ্যাম্পিয়ন কোচ দরকার, আমরা বিশ্বাস করি, স্টুয়ার্ট ল’ একজন চ্যম্পিয়ন কোচ ! আশা করি তার অধীনে বাংলা টাইগার্স ইতিহাস গড়বে ।
খেলোয়াড়ি জীবনে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া স্টুয়ার্ট ল জাতীয় দলে ব্রাত্য ছিলেন বহু দিন । আসলে তার সময়ে অসংখ্য দুর্দান্ত ব্যাটসম্যানের ছড়াছড়ি ছিল, তাই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি । অবশেষে ২০০৫-০৬ সালে তার প্রতিক্ষার অবসান ঘটে, ষ্টিভ ওয়াহর ইঞ্জুরির সুবাদে তার টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে । অভিষেক ম্যাচের একমাত্র ইনিংসে অপরাজিত ৫৪ রান করার পর ও পরের ম্যাচে ষ্টিভ ওয়াহ ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসায়, স্টুয়ার্ট ল আর জাতীয় দলে ফেরা হয় নি ! সেটাই ছিল তার প্রথম এবং শেষ টেষ্ট !
স্টুয়ার্ট ল ১৯৯৬ সালের বিশ্বকাপ সহ সর্বমোট ৫৪ টি ওডিআই খেলে ১ টি শতক ও ৭ টি অর্ধশতক সহ মোট ২৬.৮৯ গড়ে ১২৩৭ রান করেন এবং অকেশনাল লেগ স্পিনার হিসাবে ৫২.৯১ গড়ে ১২ উইকেট নেন ।
এছাড়াও বাংলা টাইগার্সের বোলিং কোচ হিসাবে নতুন ইনিংস শুরু করেছেন সাবেক অষ্ট্রেলিয় পেসার শন টেইট । চুক্তি স্বাক্ষরের পর শন টেইট বলেন, এর আগে আমি কখনো টি১০ লীগের সাথে যুক্ত ছিলাম না, এবারই প্রথম, স্বভাবতই আমি খুবই উত্তেজিত। বাংলা টাইগার্সের কোচ হওয়া আমার জন্য একটা বড় সুযোগ ।
গতিময় বিধ্বংসী স্পেলে প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়ার জন্য “দ্য ওয়াইল্ড থিংস” নামে পরিচিত শন টেইট কে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসাবে বিবেচনা করা হয়, যিনি নিয়মিতভাবে ১৫৫+ কিঃমিঃ গতিতে বল করতে সক্ষম । ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ১৬১.৬ কিঃ মিঃ গতিবেগে ছোড়া তার একটি বল সর্বকালের ২য় সেরা গতিময় বল হিসাবে স্বীকৃত ।
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ মিশনে অস্ট্রেলিয়ার স্ট্রাইক বোলার ছিলেন শন টেইট এবং ২৩ উইকেট নিয়ে মুত্তিয়া মুরালীধরনের সাথে যৌথভাবে সে টুর্নামেন্টের ২য় সেরা উইকেট শিকারী হয়েছিলেন । আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বমোট ৩ টি টেস্ট ম্যাচ, ৩৫ টি ওয়ান ডে এবং ২১ টি টি টুয়েন্টি খেলেন শন টেইট ।
স্টুয়ার্ট ল এবং শন টেইটের সাথে ব্যাটিং এবং ফিল্ডিং কোচ হিসাবে পল নিক্সন কে নিয়োগ করেছে বাংলা টাইগার্স । ক্যারাবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকা তালাওয়াসের দুবারের শিরোপাজয়ী কোচ পল নিক্সন খেলোয়াড় এবং কোচ দুই ভুমিকাতেই সফল ছিলেন । ২০০৭ বিশ্বকাপে ৯ টি ডিসমিসাল সহ ৩৮.৬ গড়ে ১৯৩ রান করা পল নিক্সন ছিলেন ইংল্যান্ড দলের অন্যতম গুরুত্বপুর্ণ সদস্য । দুর্ভাগ্যক্রমে পল নিক্সনের ক্যারিয়ার শুরু হয়েছিল ভুল সময়ে ! ব্যাপক সম্ভাবনা সত্ত্বেও জ্যাক রাসেল এবং বিশেষ করে এলেক স্টুয়ার্টের কারণে তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘায়িত হয়নি ।
প্রসঙ্গত, বাংলা টাইগার্সে সর্বপ্রথম ২০১৯ সালে টি১০ টুর্নামেণ্টের ৩য় মৌসুমে অংশ গ্রহন করে ২য় রানার আপ হয় । ৪র্থ মৌসূমের পয়েন্ট টেবিলে বাংলা টাইগার্সের অবস্থান ছিল ৫ম , সেবার মুলত কোভিড জটিলতায় সেরা খেলোয়াড় রা আসতে না পারায় আশানুরুপ ফলাফল হয় নি ।
উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠেয় আবুধাবি টি১০ লীগ আইসিসি অনুমোদিত বিশ্বের প্রথম এবং একমাত্র ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট । আবুধাবি সরকারের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই টি১০ টুর্ণামেন্ট বিশ্বের ৩য় সর্বোচ্চ টিআরপি রেটিং ধারী ফ্রাঞ্চাইজি টুর্ণামেন্ট, গত মৌসুমে ৪০০ মিলিয়ন দর্শক সরাসরি এই টুর্ণামেন্ট উপভোগ করেছেন । আয়োজক রা আশাবাদী যে আসন্ন টি১০ টুর্ণামেন্ট আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে । প্রস্তাবিত সফরসূচী অনুযায়ী আগামী মৌসুমে টি ১০ লীগ চলাকালীন সময়ে আর কোন ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্ণামেন্ট নেই, তাই এবার অনেক বেশি উচুমানের আন্তর্জাতিক ক্রিকেটারের অংশগ্রহন প্রায় নিশ্চিত, এতে লীগ আরো জমজমাট এবং প্রতিযোগিতাপুর্ণ হবে ! অন্যদিকে টুর্নামেন্টের মান বেড়ে যাওয়ায় এবং উক্ত সময়ে অন্য কোন ক্রিকেট টুর্ণামেন্ট না থাকায়, আরো বেশি সংখ্যক দর্শক এ টুর্ণামেন্ট উপভোগ করবেন এবং ক্রিকেটানুরাগীদের আগ্রহ পুরোপুরি টি১০ টুর্নামেন্টেই নিবদ্ধ থাকবে ।