Skip to content Skip to sidebar Skip to footer

টি-টেন ক্রিকেটে আজ মাঠে নামছে বাংলা টাইগার্স

মরুর দেশ আরব আমিরাতের আবুধাবীতে উত্তাপ ছড়াতে শুরু করেছে ক্রিকেটের নতুন সংস্কারন টি-টেন ক্রিকেট লিগ। আর এই আকর্ষনীয় ক্রিকেট ইভেন্টে এবার যোগ হয়েছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। আজই মাঠে নামছে বাংলার টাইগাররা। প্রতিপক্ষ ডেকান গ্লেডিয়েটর্স। আজ স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে দু’ দল। আবুধাবী শেখ জায়েদ স্টেডিামের এই লড়াইয়ে এগিয়ে যেতে চায় দু’দলই। লংকান অল রাউন্ডার থিসারা পেরাররা নেতৃত্বে বাংলা টাইগার্স আর অস্ট্রেলিয়ান অল রাউন্ডার শেন ওয়াটসনের নেতৃত্বে ডেকান গ্লেডিয়েটর্স দু দলই চাইছে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে। যেহেতু খেলাটি কেবল দশ ওভারের সেহেতু এ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বানি করাটা বেশ কঠিন। এমনিতেই ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। তার উপর এটি আবার দশ ওভারের ম্যাচ। তারপরও জয় দিয়ে শুরুর প্রত্যয় দু দলের।
এদিকে বাংলা টাইগার্সের অধিনায়ক থিসারা পেরেরা চান জয় দিয়ে শুরুর করতে। তার দলে রয়েছে বেশ কিছু ভাল ক্রিকেটার। যেখানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, দক্ষিণ আফ্রিকার ইনগ্রাম, রেইলি রুশো, রবি ফ্রাইলিংক, লংকান শেহান জয়সুরিয়া, ইংলিশ ক্রিকেটার লিয়াম প্লাঙ্কিট, ডেভিড ওয়েইস, কাইস আহমেদের মত বিদেশী ক্রিকেটার। আর দেশি ক্রিকেটার হিসেবে রয়েছে সাবেক জাতীয় তারকা ফরহাদ রেজা এবং আবুল হাশেম রাজা। কাজেই নিজেদের শুরুটা দারুন করতে মাঠে নামবে আফতাব আহমেদের শিষ্যরা সেটা বলাই যায়।
অপরদিকে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক শেন ওয়াটসনের নেতৃত্বে ডেকান গ্লেডিয়েটর্সেও রয়েছে বেশ কিছু দারুন ক্রিকেটার। দলটিতে রয়েছে ক্যারিবীয়ান অল রাউন্ডার কিয়েরন পোলার্ড, আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজ দলের পেসার কটরেল, বেন কাটিং, ফাওয়াদ আহমেদ, জহির খান, ইংলিশ ক্রিকেটার ম্যাসন ক্রেন, মাইকেল প্রিটোরিয়াস, ডেন লওরেন্স, আসিফ খান কিংবা জাহুর খানদের মত তরুণ ক্রিকেটার। বলতে গেলে শক্তি আর সামর্থের দিক থেকে দু দলই প্রায় সমানে সমান। যেহেতু খেলাটি দশ ওভারের সেহেতু এখানে ব্যাটসম্যানদেরকেই ভূমিকাটা বড় করে রাখতে হবে।
এখানে যারা আগে ব্যাট করে বড় সংগ্রহ দাড় করাতে পারবে তারাই এগিয়ে থাকবে তেমন ধারনা ক্রিকেটারদের। সেদিক থেকে নিজেদেও এগিয়ে রাখতে চায় বাংলা টাইগার্স। কারন দলটিতে রয়েছে আন্দ্রে ফ্লেচার, কলিন ইনগ্রাম, রেইলি রুশো, শিহান জয়সুরিয়ার মত মারকুটে ব্যাটসম্যান। সে সাথে রয়েছে ফরহাদ রেজা, থিসারা পেরেরা, রবি ফ্রাইলিংক, ডেভিড ওয়েইসদের মত অল রাউন্ডার। যাদের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। অফরদিকে ওয়াটসন, পোলার্ড, শেহজাদদের রুখতেও বড় ভুমিকা রাখতে হবে বাংলা টাইগার্স বোলারদের। সে সামর্থ দলটিতে রয়েছে বলে মনে করেন দলটির কোচ আফতাব আহমেদ। তবে তার কাছে সবচাইতে বড় কথা হচ্ছে জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর করা। বাংলা টাইগার্স কোচের মতে জয় দিয়ে শুরু করতে পারাটা বেশ দারুন একটি বিষয়। যদিও প্রতিপক্ষের সবাই তার কাছে পরিচিত ক্রিকেটার। তাদের সামর্থও জানেন আফতাব। তাইতো প্রতিপক্ষের প্রতি সমীহ রেখে নিজের দলকে জয় উপহার দিতে চান তিনি। তার দলের ক্রিকেটারদের উপর দারুন আস্থা কোচের। কারন ক্রিকেটারদের প্রায় সবাই এই টুর্নামেন্টে খেলতে অভ্যস্ত। কাজেই তাদের নিয়ে আশাবাদি দলের কোচ।
এদিকে গত বৃহস্পতিবার রাতে আলো ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আাবুধাবী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের। বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বিনোদনের সব আয়োজনে ভরপুর। নাচ, গান, আতশবাজির আলোকচ্ছটায় যেন ভরে উঠে আবুধাবীর আকাশ। বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে এই মনমুগ্ধকর অনুষ্ঠান। ক্রিকেটের যত সংক্ষিপ্ত সংস্করণ আসছে ততই যেন ক্রিকেটে বাড়ছে খেলার পাশাপাশি বিনোদন। আর সে বিনোদনের সবকিছুই ছিল আবুধাবী টি-টেন ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। গতকাল থেকে শুরু হয়েছে ময়দানী লড়াই। যা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

© All Rights Reserved | 2025 | Bangla Tigers