আগামী ১৯ শে নভেম্বরে ২০২১ আবুধাবিতে অনুষ্ঠীতব্য আইসিসি অনুমোদিত বিশ্বের প্রথম এবং একমাত্র টি১০ টেন টুর্ণামেন্টের ৫ম মৌসুমে অংশ নিতে যাওয়া বাংলাদেশের একমাত্র দল বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসাবে সাবেক অজি ক্রিকেটার স্টুয়ার্ট ল’র নাম ঘোষনা করলেন ফ্রাঞ্চাইজির মালিক জনাব মোহাম্মদ ইয়াছিন চৌধূরী । এর মাধ্যমে তিনি সাবেক কোচ থিলানা উমেশ কান্দম্বীর স্থলাভিষিক্ত হলেন।
চুক্তি স্বাক্ষরের পর বাংলা টাইগার্সের টিম কো অর্ডিনেটর জনাব জাফির ইয়াছিন চৌধূরী বলেন, চ্যাম্পিয়ন হবার জন্য একজন চ্যাম্পিয়ন কোচ দরকার, আমরা বিশ্বাস করি, স্টুয়ার্ট ল’ একজন চ্যম্পিয়ন কোচ ! আশা করি তার অধীনে বাংলা টাইগার্স ইতিহাস গড়বে ।
২০১১ সালের বিশ্বকাপের পর তৎকালীন কোচ ট্রেভর বেলিস পদত্যাগ করায় স্টুয়ার্ট ল বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে যোগদান করেছিলেন । তার অধীনে স্বল্পকালীন সময়ে বাংলাদেশ এশিয়া কাপে নিজেরদের ইতিহাসের সেরা সাফল্য অর্জন করে । প্রথমবারের মত এশিয়াকাপের ফাইনালে উঠে বাংলাদেশ, কিন্তু অসাধারণ ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে ও দুর্ভাগ্যক্রমে মাত্র ২ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর ব্যাক্তিগত কারণে বাংলাদেশ জাতীয় দল থকে পদত্যাগ করেন তিনি ।
পরবর্তিতে ২০১৭ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের কোচ হিসাবে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন । এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ।
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়া স্টুয়ার্ট ল, জাতীয় দলে ব্রাত্য ছিলেন বহু দিন । আসলে তার সময়ে অসংখ্য দুর্দান্ত ব্যাটসম্যানের ছড়াছড়ি ছিল, তাই জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তিনি । অবশেষে ২০০৫-০৬ সালে তার প্রতিক্ষার অবসান ঘটে, ষ্টিভ ওয়াহর ইঞ্জুরির সুবাদে তার টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে । অভিষেক ম্যাচের একমাত্র ইনিংসে অপরাজিত ৫৪ রান করার পর ও পরের ম্যাচে ওয়াহ ইঞ্জুরি কাটিয়ে ফিরে আসায়, স্টুয়ার্ট ল আর জাতীয় দলে ফেরা হয় নি ! সেটাই ছিল তার প্রথম এবং শেষ টেষ্ট !
স্টুয়ার্ট ল ১৯৯৬ সালের বিশ্বকাপ সহ সর্বমোট ৫৪ টি ওডিআই খেলে ১ টি শতক ও ৭ টি অর্ধশতক সহ মোট ২৬.৮৯ গড়ে ১২৩৭ রান করেন এবং অকেশনাল লেগ স্পিনার হিসাবে ৫২.৯১ গড়ে ১২ উইকেট নেন ।
প্রসঙ্গত, বাংলা টাইগার্সে সর্বপ্রথম ২০১৯ সালে টি১০ টুর্নামেণ্টের ৩য় মৌসুমে অংশ গ্রহন করে ২য় রানার আপ হয় ।