Skip to content Skip to sidebar Skip to footer

আবুধাবি টি১০ টেন টুর্ণামেন্টের ৫ম মৌসুমের জন্য পল নিক্সন বাংলা টাইগার্সের ব্যাটিং ও ফিল্ডিং কোচ

আগামী নভেম্বরে ২০২১ আবুধাবিতে অনুষ্ঠীতব্য টি১০ টেন টুর্ণামেন্টের ৫ম মৌসুমের জন্য ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসাবে সাবেক ইংলিশ উইকেট কিপার পল নিক্সন কে দলে নিয়েছে বাংলা টাইগার্স । ক্যারাবিয়ান প্রিমিয়ার লীগে জ্যামাইকা তালাওয়াসের দুবারের শিরোপাজয়ী কোচ পল নিক্সন খেলোয়াড় এবং কোচ দুই ভুমিকাতেই সফল ছিলেন । উইকেটের পেছনের এই অতন্দ্র প্রহরী খেলোয়াড়ি জীবনে তার ইউনিক রিভার্স সুইপের জন্য বিখ্যাত ছিলেন । কাউন্টি ক্রিকেটে ১৯৯৬ এবং ৯৮ সালের লিস্টাশায়ারের শিরোপাজয়ী দলের খুবই গুরুত্বপুর্ণ সদস্য ছিলেন পল নিক্সন। এছাড়া ও ২০০৪, ২০০৬ এবং ২০১১ সালের টি টুয়েন্টি লিগেও শিরোপা জয়ী দলের অন্যতম কারিগর ছিলেন নিক্সন !

তার হার না মানা মানসিকতা এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসাবে ২০০৬-০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিনি ইংলিশ ন্যাশনাল টিমের ওয়ান ডে স্কোয়াডে সুযোগ পান, তখন তার বয়স ৩৬ বছর ! যে বয়সে খেলোয়াড় রা সাধারণত অবসর গ্রহন করেন ! অবশ্য সুযোগ পাওয়ার পর খুব ভালো ভাবেই সুযোগের সদ্ব্যাবহার করেন । তাই ২০০৭ বিশ্বকাপের নিক্সন ছিলেন ইংলিশ টিমের ওয়ান ডে স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ !  সেই বিশ্বকাপে ৯ টি ডিসমিসাল সহ ৩৮.৬ গড়ে ১৯৩ রান করা পল নিক্সন ছিলেন ইংল্যান্ড দলের ৩য় সর্বোচ্চ রান স্কোরার ।

দুর্ভাগ্যক্রমে পল নিক্সনের ক্যারিয়ার শুরু হয়েছিল ভুল সময়ে ! ব্যাপক সম্ভাবনা সত্ত্বেও জ্যাক রাসেল এবং বিশেষ করে এলেক স্টুয়ার্টের কারণে তার ক্যারিয়ার খুব একটা দীর্ঘায়িত হয়নি ।

পল নিক্সন সব ধরনের ক্রিকেট থেকে অবসার গ্রহন করেন ২০১১ সালে । ২০১৭ সালে মূল কোচ হিসাবে যোগদান করেন নিজের সাবেক ক্লাব লিচেষ্টাশায়ারে !

© All Rights Reserved | 2024 | Bangla Tigers