Skip to content Skip to sidebar Skip to footer

আবুধাবিতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে বাংলা টাইগার্স

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ক্রিকেটের টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে যুক্ত হলো বাংলাদেশের একটি টিম। টিমের নাম বাংলা টাইগার্স। আগামী ১৪ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। ২৪ নভেম্বর হবে খেলার ফাইনাল আসর। ২৯ টি ম্যাচে ক্রিকেট বিশ্বের নামদামি তারকাদের নিয়ে শীর্ষ দেশগুলো অংশ নেবে।

বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ের প্যালেস টাওয়ারে অ্যামিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর সাথে বাংলা টাইগার্স টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী মো. ইয়াছিন চৌধুরী ও সিরাজুদ্দীন মো. আলমগীর এবং ইসিবি সদস্য সাজিউল মুলক চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন আবুধাবি ক্রিকেট বোর্ডের সিইও ম্যাথিও বাউচার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটি টি-টেন ক্রিকেটের দ্বিতীয় আসর। এর আগে ২০১৮ সালে  শারজাহতে এ সংস্করণের ক্রিকেটের প্রথম আসর বসে।

সিভয়েস/এএস

Leave a comment

0.0/5

© All Rights Reserved | 2025 | Bangla Tigers